শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

নড়াইলে বাজারে আধাপাকা লিচু

নড়াইল প্রতিনিধি

নড়াইলে বাজারে আধাপাকা লিচু

বাজারে বিক্রির জন্য সরবরাহ করা আধাপাকা লিচু -বাংলাদেশ প্রতিদিন

নড়াইলের বাজারে উঠেছে দেশি আগাম জাতের রসালো লিচু। অনেকে অধিক লাভের আশায় আগেভাগেই বাজারে তুলেছেন আধাপাকা লিচু। তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা জানান, আর কয়েকদিন পর বিভিন্ন জাতের লিচু বাজারে পাওয়া যাবে। এখন প্রতি ১০০ লিচু ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। দাম সাধ্যের বাইরে হওয়ায় আগাম লিচু কিনতে পারছে না সাধারণ মানুষ। বাংলা পঞ্জিকা হিসাবে বৈশাখ মাসের এখনো এক সপ্তাহ রয়েছে। সাধারণত জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে বাজারে লিচু উঠতে দেখা যায়। এবার তার আগেই নড়াইলের বাজারে উঠতে শুরু করেছে লিচু। এক শ্রেণির মুনাফালোভী বাড়তি লাভের আশায় সময়ের আগেই বাজারের তুলেছেন আধাপাকা লিচু। এসব লিচু দাম বেশি, আকারে ছোট আর স্বাদেও টক-মিষ্টি। সরেজমিন ঘুরে দেখা যায়, খুব সকালে ব্যাপারীরা বাগান থেকে লিচু পেড়ে খাঁচায় ভরছেন, তুলছেন ট্রাকে। শুধু স্থানীয় বাজারে নয়, এসব লিচু যাচ্ছে বিভাগীয় শহর খুলনা ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে। নড়াইল পৌর শহরের একটি লিচু বাগানের ব্যাপারী মহিদুল ইসলাম বলেন, তীব্র গরমের কারণে আধাপাকা হওয়ার আগেই গাছেই ফেটে যাচ্ছে লিচু। এ কারণে চাষিরা অনেকটা কাঁচা অবস্থায় তাদের লিচু বিক্রি করে দিচ্ছেন। নড়াইলের পুরনো বাসটার্মিনাল সংলগ্ন লিচু ব্যবসায়ী সামাদ মল্লিক জানান, ঈদের আগে থেকে বাজারে লিচু আসা শুরু হয়েছে। এগুলো দেশি জাতের গুটি লিচু। তাই আকারে ছোট, স্বাদেও টক। সময়ের আগে নয়, ঠিক সময়েই গাছ থেকে নামিয়েছি। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান, লিচু প্রকৃতপক্ষে বাজারে আসার কথা জ্যৈষ্ঠ মাসে। ঈদের বাজারে চাহিদা থাকায় এবং অন্যদিকে কালবৈশাখীর কথা চিন্তা করে চাষিরা আধাপাকা লিচুই বাজারে এনেছেন। তিনি বলেন, ‘সম্প্রতি জেলায় লিচু চাষের পরিমাণ বেড়েছে। ধীরে ধীরে লিচু চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর বাম্পার ফলন হবে।’ বর্তমানে জেলার ৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে বলে তিনি জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এ বছর ৫৫ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। স্বাদে-গন্ধে অতুলনীয় লিচুর সম্ভাবনাময়ী এ জেলায় মূলত উন্নত জাত হিসেবে পরিচিত বোম্বাই, মোফাজ্জফর, চায়না-থ্রিসহ কয়েক জাতের লিচুর ফলন হচ্ছে। রসালো এসব লিচুর উৎপাদনও বেশি, আকারও বড়।

সর্বশেষ খবর