শিরোনাম
শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

বজ্রপাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীসহ চারজনের

টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বজ্রপাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীসহ চারজনের

টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো হাতিয়া দক্ষিণপাড়ার রবিউল ইসলামের ছেলে আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাসের ছেলে ফয়সাল মিয়া (১৪) ও সিরাজগঞ্জের শুকুর আলীর ছেলে মোস্তফা মিয়া (১৭)। মোস্তফা হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার জামাতা। তিনি ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, ঈদের দিন সকালে বৃষ্টির মধ্যে ৫ বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। বজ্রপাত শুরু হলে তারা একটি মেশিন ঘরে আশ্রয় নেয়। এ সময় বিকট শব্দে ওই ঘরের ওপর বজ্রপাত হলে তারা পাঁজজনই আগুরুত আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা-নানির কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার দুর্গাপুরের মোহাম্মদ আলীর ছেলে। গত মঙ্গলবার সকালে পৌর এলাকার খরমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রনি ঈদের নামাজ আদায় শেষে নানা-নানির কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রপাতের শিকার হন।

সর্বশেষ খবর