শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

উখিয়ায় ২০৩ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ঈদুল ফিতর ঘিরে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধে সাঁড়াশি অভিযান চালায় দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ক্যাম্পের চেকপোস্ট থেকে ২০৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্যাম্প-ইনচার্জদের (সিআইসি) মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জানা যায়, ঈদ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গা সদস্যদের ক্যাম্প এলাকার বাইরে গমন রোধে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলেও ঈদ উপলক্ষে তা জোরদার করা হয় যা চলমান থাকবে বলে জানায় পুলিশ। এর আগে ঈদ উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকত ও আশপাশ এলাকায় ঘুরতে গিয়ে পুলিশের হাতে আটক হন ৪৪৩ রোহিঙ্গা। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ক্যাম্পভিত্তিক তালিকা করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে তাদের হস্তান্তর করার কথা রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর