শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা
বেতন-ভাতার দাবি

ঈদের দিনেও রাস্তায় নামেন ৯০০ গার্মেন্ট শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের প্রায় ৯০০ শ্রমিক ঈদের দিন বিক্ষোভ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন। এর আগে একই দাবিতে ওই গার্মেন্টসের শ্রমিকরা ২১ এপ্রিল শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেছিলেন।

শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলসে প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। তাদের কারও দুই মাস, কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) সুপার আসাদুজ্জামান বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা দুপুর থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিন্তু কয়েকদিন ধরে মালিকপক্ষের মোবাইল বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের প্রতি আমরা সহানুভূতিশীল আচরণ করছি। এ ছাড়া আমাদের আর কী বা করার আছে।’

সর্বশেষ খবর