শিরোনাম
শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দেওয়া যুবকের মৃত্যু

উপপরিদর্শক প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পুলিশের ধাওয়া খেয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজের চার দিন পর মোহাম্মদ বাবু (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে বন্দরের বাগবাড়ি এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে দমকল বাহিনী। হাসিনা বেগম নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে বাবুকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় বাবু বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। বাবুর পরিবারের অভিযোগ, পুকুরে লাফ দেওয়ার পর বাবুকে লক্ষ্য করে পুলিশ ইট ছুড়েছে। ইটের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বন্দর থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। বাবু বাগবাড়ি এলাকার শোভা মিয়ার ছেলে। তিনি নাসিক সাবেক কাউন্সিলর দুলাল প্রধানের অফিসের কম্পিউটার অপারেটর ছিলেন। এদিকে বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগকারী নারী হাসিনা  ও তার মেয়ে সেলিনাকে আটক করেছে পুলিশ। গতকাল নিহত বাবুর মা লিলি বেগম মামলা করেন।

সর্বশেষ খবর