শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

পাম্পে মিলছে না পেট্রোল অকটেন

দিনাজপুর ও হিলি প্রতিনিধি

কয়েক দিন ধরে দিনাজপুর শহর ও হাকিমপুর উপজেলার বিভিন্ন পাম্পে মিলছে না পেট্রোল ও অকটেন। চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। হাকিমপুর উপজেলার মোটরসাইকেল চালকদের একমাত্র ভরসা মেসার্স হিলি ফিলিং স্টেশন। গতকাল সেখানে গিয়ে দেখা যায় পেট্রোল ও অকটেনের ডিসপেনসার মেশিনগুলো বন্ধ রাখা হয়েছে। এখানে গত রবিবার থেকে পেট্রোল এবং বৃহস্পতিবার থেকে অকটেন পাওয়া যাচ্ছে না। মোটরসাইকেল চালক সোহেল রানা বলেন, হঠাৎ পাম্পে তেল নেই। আমরা মোটরসাইকেল চালকরা খুব বিপদে পড়েছি। মেসার্স হিলি ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, আমরা প্রায় ১৫ দিন থেকে পেট্রোল দিতে পারছি না। দুই দিন ধরে অকটেনের সরবরাহ নেই। ডিপোতে গাড়ি পাঠিয়েছি। তারাও আমাদের পেট্রোল, অকটেন দিতে পারছেন না। তারা বলছেন, ডিপোতেও নাকি তেল সরবরাহ নেই। ফলে বিশেষ করে মোটরসাইকেল চালকরা বিপাকে পড়েছেন। সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি। পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মতিয়ার রহমান বলেন, গতকাল সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি বিরামপুর যাব বলে। পাম্পে এসে শুনি তেল নেই, ফলে বিপাকে পড়েছি। আরেক মোটরসাইকেল চালক নুর ইসলাম একই অভিযোগ করেন।

বলেন, আমাদের উপজেলায় একটি মাত্র পাম্প থেকে তেল নিয়ে আমরা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চালিয়ে থাকি। ছয় দিন ধরে পাম্পে পেট্রোল মিলছে না। গতকাল থেকে পাওয়া যাচ্ছে না অকটেনও। প্রাইভেট কারচালক মিনহাজুল ইসলাম বলেন, আমার প্রাইভেটে জ্বালানি হিসেবে অকটেন ব্যবহার করি। শুক্রবার ফিলিং স্টেশনে গিয়ে শুনি অকটেন নেই, পেট্রোল নেবো তাও নেই। গন্তব্যে যাওয়া-তো দূরের কথা গাড়ি নিয়ে কীভাবে বাসায় ফিরব তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

 

সর্বশেষ খবর