শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

৬৮ বছরে কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘আমোদ’

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

৬৮ বছরে কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘আমোদ’

কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীন সংবাদপত্র ‘আমোদ’ তার নিরবচ্ছিন্ন প্রকাশনার ৬৮ বছরে পদার্পণ করেছে। ১৯৫৫ সালের ৫ মে থেকে কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। আমোদ ছিল পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদপত্রে পরিণত হয়। প্রথম সংখ্যাটির মূল্য ছিল এক আনা। বয়সের দিক দিয়ে সংবাদ, ইত্তেফাক ও অবজারভারের পরে আমোদ-এর অবস্থান। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ ফজলে রাব্বী মৃত্যুবরণ করেন। এরপর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তার সহধর্মিণী শামসুননাহার রাব্বী। তিনি গত বছরের ২৫ জুন মারা যান। বর্তমানে ছেলে বাকীন রাব্বী সম্পাদনার দায়িত্বে রয়েছেন। আঞ্চলিক সংবাদপত্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে আমোদ তার যোগ্য স্বীকৃতিও পেয়েছে। এশিয়ার পাঁচটি সেরা আঞ্চলিক পত্রিকার একটি হিসেবে আমোদ জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে।

সর্বশেষ খবর