শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা
পুলিশের ওপর হামলা

রেলের ‘পঞ্চপা-বের’ বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

রেলের টিকিট কালোবাজারি থেকে শুরু করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কিশোরগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষ এক প্রকার জিম্মি তাদের কাছে। এরা সংখ্যায় পাঁচজন বলে ‘পঞ্চপা-ব’ হিসেবে খ্যাত। সবশেষ রেলপুলিশের ওপর হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় রেলপুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে পঞ্চপা-বের বিরুদ্ধে। আসামিরা হলেন সুরাইয়া আক্তার বিউটি, তার স্বামী শাহীন, বিউটির বোন হেপী আক্তার, হেপীর স্বামী ভুট্টু মিয়া ও বিউটির ছেলে রাফি। বিউটি কিশোরগঞ্জ রেলস্টেশনের আয়া, হেপী গেটম্যান, ভুট্টু চট্টগ্রাম রেলওয়েতে কর্মরত হলেও থাকেন কিশোরগঞ্জে। শাহীন ও রাফি দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা সবাই সদর উপজেলার বগাদিয়া এলাকার বাসিন্দা। থাকেন রেলওয়ে কলোনিতে। কিশোরগঞ্জ রেলস্টেশনে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ৩ মে বিকালে রেলস্টেশনে এ হামলা হয়। পরদিন হামলার শিকার রেলওয়ে থানার এসআই ছোটন শর্মা বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেন। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনার দিন স্টেশনে যাত্রীর ভিড় ছিল। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় কাউন্টারের সামনে চিৎকার শুনে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়।

সর্বশেষ খবর