শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সুন্দরবনের ২৮৪ আত্মসমর্পণকারী দস্যু পেলেন র‌্যাবের ঈদ উপহার

বাগেরহাট প্রতিনিধি

আত্মসমর্পণকারী সুন্দরবনের ২৭টি বাহিনীর ২৮৪ জন বনদস্যুর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। গতকাল সকালে মোংলা বন্দরের ফুয়েল জেটি এলাকায় আত্মসমর্পণকারী বনদস্যুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে র‌্যাবের পক্ষ থেকে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসল্লা, পিঁয়াজ ও নগদ অর্থসহ ঈদ উপহারসামগ্রী আত্মসমর্পণকারী বনদস্যুদের দেওয়া হয়। র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, র‌্যাবের হাত ধরে এক-এক করে সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পণ করায় ২০১৮ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর