শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

উন্নয়নের নামে কাটা হচ্ছে স্কুলের গাছ

সড়ক উন্নয়নের নামে চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন কালিয়া-নড়াইল সড়কের পাশের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। গাছগুলোর বয়স ৩০-৩৫ বছর। জানা যায়, কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ সীমানা লাগোয়া সড়কের পাশে রেইনট্রি, বাবলা, কৃষ্ণচূড়া, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন কর্তৃপক্ষ। নড়াইল-কালিয়া সড়কের উন্নয়নের কথা বলে ২০২০ সালের ১৫ অক্টোবর সীমাখালী বাসস্ট্যান্ড থেকে বারইপাড়া খেয়াঘাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের মধ্যে থাকা ৫৪৩টি গাছ বিক্রির দরপত্র আহ্বান করে জেলা পরিষদ কার্যালয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে যশোর জেলার মনিরামপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। কার্যাদেশে ৫৪ লাখ টাকার বিপরীতে ৫৪৩টি গাছ কাটার কথা বলা হয়। এ কার্যাদেশের মধ্যে স্কুল সীমানাঘেঁষা সড়কের ২৬টি গাছ আওতাভুক্ত ছিল বলে ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেন। গত সপ্তাহে স্কুল ক্যাম্পাসসংলগ্ন ছোট-বড় ২৪টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, পরিবেশ ধ্বংস করে আমরা উন্নয়ন চাই না। -নড়াইল প্রতিনিধি

সর্বশেষ খবর