রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সালিশে সমঝোতা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে ভুল চিকিৎসায় শিউলী বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে সালিশ ডেকে সাড়ে ৩ লাখ টাকায় মৃতের পরিবারের সঙ্গে সমঝোতা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ দাফন করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক শরিফুল ইসলাম পলাতক। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শিউলীর স্বামী জিন্নাত শেখ বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে মামলায় লড়তে গেলে আমারও দৌড়াতে হবে, অর্থ খরচ করতে হবে। আমি সামান্য ইজিবাইক চালক। তাই চিন্তা করে সালিশে স্ত্রী ও অনাগত শিশুর লাশের বিনিময়ে ৩ লাখ এবং ৫০ হাজার টাকা মিলাদ বাবদ নিয়েছি। এটা আমার শ্বশুরবাড়ির লোকজনও মেনে নিয়েছেন।’ নড়াগাতী থানার ওসি সুকান্ত কুমার সাহা বলেন, ‘মৃত্যুর ঘটনায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অনুপ দাস বলেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সর্বশেষ খবর