রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আলোর মুখ দেখতে যাচ্ছে তাঁত ফ্যাসিলিটিজ সেন্টার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৯৯০ সালে বাঞ্ছারামপুরে তৎকালীন সরকার ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ সেন্টার। ২৭৯টি মেশিনসহ অন্য যন্ত্রপাতিও স্থাপন করা হয়। কিন্তু তিন দশকের বেশি সময়ও এ সেন্টার উৎপাদনের মুখ দেখেনি। গতকাল সকালে বস্ত্র ও পাট সচিব আবদুর রউফসহ মন্ত্রণালয় ও তাঁত বোর্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শন করেন। ঘুরে দেখেন বহুতল ভবন, কলকারখানা ও যন্ত্রপাতি। পরে বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনে ‘তাঁতের কাপড় পরিধান করুন, দেশের টাকা দেশে রাখুন’ শীর্ষক মতবিনিময় সভা হয়। তাঁত বোর্ড চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সচিব আবদুর রউফ। অতিথি ছিলেন যুগ্মসচিব গাজী রেজাউল করিম, উপসচিব মোহাম্মদ আল-আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ইউএনও এ কি মিত্র চাকমা। প্রধান অতিথি আশ্বাস দেন, খুব কম সময়ের মধ্যে পরীক্ষামূলকভাবে বেকার ও অসচ্ছল লোকদের কর্মসৃষ্টির লক্ষ্যে তাঁতশিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর