রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

আড়াই বছর পর কবর থেকে মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর উপজেলার নারুই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহিদের লাশ আড়াই বছর পর আদালতের নির্দেশে গতকাল উত্তোলন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই বাজারে ২০১৯ সালের ১৭ নভেম্বর মুক্তিযোদ্ধা আবদুল ওহিদের সঙ্গে তাঁর ভাতিজা আবু হানিফের কথা কাটাকাটির সময় মারা যান ওহিদ মিয়া। এ ঘটনায় তখন এলাকায় সালিশ বৈঠক হয়। গত বছরের ৭ সেপ্টেম্বর আবদুল ওহিদের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা করেন। আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের নেতৃত্বে  মুক্তিযোদ্ধার লাশ কবর থেকে তোলা হয়। সহকারী কমিশনার বলেন, আদালতের নির্দেশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর