রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

পর্যটকের পদচারণে মুখর পাহাড়পুর বৌদ্ধবিহার

নওগাঁ প্রতিনিধি

পর্যটকের পদচারণে মুখর পাহাড়পুর বৌদ্ধবিহার

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীর ভিড় -বাংলাদেশ প্রতিদিন

মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে দীর্ঘ দুই বছর পর ঈদুল ফিতর উপলক্ষে আবার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়পুর বৌদ্ধবিহার। ঈদের দ্বিতীয় দিন থেকে চালু হওয়া ট্যুরিস্ট বাস ‘ভ্রমণ বিলাস’ নওগাঁর ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। জানা যায়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়বিহার এ পাহাড়পুর। এর আদি নাম সোমপুর বিহার। নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে এর অবস্থান। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি মূলত পাল রাজ্যত্বের রাজধানী এবং সেই সময়ের বিশ্ববিদ্যালয় ছিল। এখানে তখন ভিক্ষুরা পড়ালেখা করতেন। বিগত সময়ের তুলনায় এ ঈদে রের্কড পরিমাণ দর্শানার্থীর আগমন ঘটেছে। পাহাড়পুরে ঘুরতে আসা বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, সত্যিই পাহাড়পুর বৌদ্ধবিহার খুবই সুন্দর। আমি এখানে প্রথম এলাম। হাজার বছর আগের কীর্তি দেখতে পেরে খুব ভালো লাগছে। পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, পাহাড়পুরের ইতিহাসে এত দর্শক কখনো হয়নি। আমরা সীমিত লোকজন নিয়ে দর্শনার্থীদের মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করেছি। এত দর্শনার্থী সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতাউর রহমান বলেন, দেশের ঐতিহাসিক নিদর্শনগুলোকে আরও আধুনিক করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পাহাড়পুরের জনবল সংকটসহ নানা সমস্যা দ্রুত সমাধান করে এটিকে পর্যটকদের কাছে আরও আর্কষণীয় করতে যা করা প্রয়োজন তা করা হবে।

সর্বশেষ খবর