সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্বনাথে ‘প্রবাসী চত্বর’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে ‘প্রবাসী চত্বর’

সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় নির্মিত দেশের প্রথম ‘প্রবাসী চত্বর’ এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে (ব্যস্ততম বিশ্বনাথ-রামপাশা সড়কের ত্রিমুখী স্থানে) নির্মিত ওই চত্বরের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খাইরুল আমিন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবেল সামাদ প্রমুখ। প্রসঙ্গত, ২০১৪ সালে বর্তমান আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে বিশ্বনাথ উপজেলার নতুনবাজার সিনএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশে (ব্যস্ততম বিশ্বনাথ-রামপাশা সড়কের ত্রিমুখী স্থানে) প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে একটি গোলচত্বর নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। যানজট ও যে কোনো দুর্ঘটনা এড়াতে গোলচত্বরটি নির্মিত হলেও দীর্ঘ কয়েক বছর ধরে সেটি নামবিহীন অযত্ম-অবহেলায় পড়েছিল। ব্যবহার হচ্ছিল নানা ধরনের ব্যানার-ফেস্টুন টানানো ও ময়লা-আবর্জনা ফেলার কাজে। পরে গত বছর উপজেলার সব প্রবাসীকে সম্মান জানাতে ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে চত্বরটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেন ইউএনও।

সর্বশেষ খবর