সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

সড়কে পুলিশ সদস্যসহ সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়কে পুলিশ সদস্যসহ সাতজন নিহত

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্রসহ সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-  মৌলভীবাজার : ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শেরপুরের গোলচত্বরে শনিবার দিবাগত রাতে যাত্রীবাহী একটি বাস উল্টে নিহত হয়েছেন রাগিব আলী (২৩) নামে এক পুলিশ সদস্য। এতে দুই পুলিশ সদস্যসহ আরও ১০ জন আহত হয়েছেন। শেরপুর গোলচত্বরে আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাগিব সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা। লক্ষ্মীপুর : কমলনগর উপজেলার তোরাবগঞ্জে সকালে বাসচাপায় নুরুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত নুরুল উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা। হবিগঞ্জ : সকালে শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে পড়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে ভাটবাউর এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর : সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ফাহিম মিয়া (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বাজার বাসস্ট্যান্ডে থেমে থাকা চালকবিহীন পরিবহন হঠাৎ চলতে শুরু করায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে জিলানী মুন্সী (১৮) নামক এক যুবকের মৃত্যু এবং এক এক যুবক আহত হয়েছেন। নিহত জিলানী ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ইলিয়াস মুন্সীর ছেলে। কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে বাসচাপায় নিহত হন লিটন মিয়া (৪০) নামে এক পোশাক শ্রমিক। সকালে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর