সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

সেই নবজাতক ও প্রসূতির লাশ উত্তোলন

নেত্রকোনা প্রতিনিধি

সেই নবজাতক ও প্রসূতির লাশ উত্তোলন

বারহাট্টা উপজেলায় পশু চিকিৎসকের অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার পর কবর থেকে তাদের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল দুপুরে বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরীর উপস্থিতিতে মৃতের পিত্রালয় চন্দ্রপুরের কবর থেকে তাদের লাশ উত্তোলন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ওসি লুৎফুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসিম তালুকদার উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আদালতের নির্দেশে মা-সন্তানের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আদালত পরবর্তী ব্যবস্থা নেবে। বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সন্তানসহ প্রসূতির মৃত্যুর কারণ জানতে শনিবার লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করি। রাতে আদালত অনুমোদন মঞ্জুর করে। উল্লেখ্য, গত বুধবার উপজেলার চন্দ্রপুর গ্রামে পশু চিকিৎসকের অস্ত্রোপচারে সন্তানসহ প্রসূতি শরীফা আক্তারের (২০) মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী মহসিন মিয়া মামলা করেন।

 

সর্বশেষ খবর