সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

মেহেরপুরে শ্বশুর জামাইয়ের দণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে বাল্যবিয়ের অভিযোগে জামাই শ্বশুরের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের অভিযোগে গাংনী থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে তাদের আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম        ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৭ দিনের জেলসহ ৫ হাজার টাকা জরিমানা করেন।  দন্ডপ্রাপ্তরা হলেন সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীন (৩৫) ও তার শ্বশুর মোহাম্মদপুর গ্রামের পালান মন্ডলের ছেলে সোহরাব হোসেন। গাংনী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, শনিবার মধ্য রাতে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি মোহাম্মদপুর গ্রামের সোহরাব হোসেনের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলালের বাল্যবিয়ে হচ্ছে। খবর পেয়ে তাদের থানায় নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বিচারের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর