সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

মাছের খাবারে রং মিশিয়ে তৈরি হচ্ছে হলুদ ও মরিচের গুঁড়া

নিজস্ব প্রতিবেদক, যশোর

মাছের খাবারের সঙ্গে রং মিশিয়ে যশোরের একটি কারখানায় তৈরি করা হচ্ছিল হলুদ ও মরিচের গুঁড়া। খবর পেয়ে গতকাল দুপুরে শহরের নীলগঞ্জ শ্মশানপাড়া এলাকার ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, শহরের বেজপাড়া এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাস ও বারান্দি মোল্যাপাড়া এলাকার দিলীপ অধিকারীর মালিকানাধীন নীলগঞ্জ এলাকার একটি কারখানায় হলুদ ও মরিচের ভেজাল গুঁড়া তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম মিকাইল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

 অভিযানকালে দেখা যায়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মাছের খাবারের সঙ্গে বিভিন্ন রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ২০০ কেজি মাছের খাবার ও ৫ কেজি বিভিন্ন ধরনের রং জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর