সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

নিরাপদ আম বাজারজাতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সাতক্ষীরার আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার এস এম খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জি, কিরণময় সরকার, ইয়াছিন আরাফাত, আবদুল আলীমসহ বিভিন্ন আম চাষি, আম ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। সভায় সবার পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে গোবিন্দভোগ গোপালভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম এবং ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন তারিখে আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেওয়া হয়। এ সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ব আম পাড়ে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

সর্বশেষ খবর