সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ব মা দিবসে অন্য রকম উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি

বিশ্ব মা দিবসে স্কুলের শিক্ষার্থীরা একটি করে গোলাপ ফুল নিয়ে তাদের গর্ভধারিণী মায়ের হাতে তুলে দিয়ে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ জানায়। প্লে থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা মাকে চিঠি লিখে, গান শোনানো ও কবিতা আবৃত্তি করে। এ ছাড়া উপস্থিত মায়েদের শিক্ষার্থীরা পা ধুয়ে দেয়। বিশ্ব মা দিবসের অন্য কম এসব আয়োজন করে দিনাজপুরের সাউথ পয়েন্ট একাডেমি। গতকাল সকালে দিনাজপুর শহরের সাউথ পয়েন্ট একাডেমি চত্বরে মা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট একাডেমির অধ্যক্ষ স্টিফেন্স লিউক মালাকার। বক্তব্য রাখেন শিক্ষক মো. সাইফুর রহমান ও সুবর্ণা রায় প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের অন্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতর দিনাজপুরের উদ্যোগে বিশ্ব ‘মা দিবস’ উদযাপন করা হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা কার্যালয়ের অডিটোরিয়াম হলে বেলা সাড়ে ১২টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান।

 

সর্বশেষ খবর