সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিবাদমান দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে দুপক্ষের হাতে ধারালো অস্ত্রশস্ত্র দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারো কারো হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। রবিবার দিনভর এমন ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। দুপুর ১২টা থেকে ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে ককটেল ও পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এভাবে কয়েক দফা এমন পরিস্থিতির পর সন্ধ্যায় বাজারের পূর্ব প্রান্তে সংঘর্ষ বাধে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের মাঝে পুলিশ নিরাপদ স্থানে ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ গত শনিবার পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এমন খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা দুপক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করে। এতে বাকী বিল্লাহর নেতৃত্বাধীন এক পক্ষ শনিবারের কর্মসূচি পিছিয়ে রবিবার সমাবেশ ও মিছিলের ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী একদিন পিছিয়ে গতকাল বাকী বিল্লাহর নেতৃত্বাধীন ছাত্রলীগ উপজেলা কমিটি পুনরায় সমাবেশের প্রস্তুতি নেয়। অপরদিকে পৌর ছাত্রলীগ কমিটির সভাপতি আলী নেওয়াজের নেতৃত্বাধীন কমিটি ঈদ পুনর্মিলনীর ঘোষণা দেন। এতে সকাল থেকে পৌর বাজারের বিভিন্ন প্রবেশমুখে পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, সন্ধ্যার পর মুহূর্তে অতর্কিত দুগ্রুপ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

সর্বশেষ খবর