মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু সেই হাসপাতাল বন্ধের নির্দেশ

নড়াইল প্রতিনিধি

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু সেই হাসপাতাল বন্ধের নির্দেশ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনাসহ নানা অভিযোগে নড়াইলের কালিয়ায় বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল এই নির্দেশ দিয়েছেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ও গঠিত তদন্ত কমিটির প্রধান ডা. কাজল মল্লিক। তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার দুপুরে ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করানোয় অনুমোদনহীন ওই বেসরকারি হাসপাতালে উপজেলার নড়াগাতি থানার পেচিডুমুরিয়া গ্রামের চৌকিদার আকবর হোসেন মোল্যার মেয়ে শিউলী বেগম (২৫) নামের এক প্রসূতির ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নড়াইলের সিভিল সার্জন ডা. নাছিমা আকতার কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।  এরই প্রেক্ষিতে গত রবিবার সারা দিন তদন্ত কমিটির প্রধান টিএইচও ডা. কাজল মল্লিকের নেতৃত্বে ডা. আবদুল গনি (জনি) ও ডা. সুজয় রায়সহ তিন সদস্যের একটি দল হাসপাতাল পরিদর্শন করেন। তদন্ত দলটি পরিদর্শনে গিয়ে দেখতে পায় কোনো রকম অনুমোদন ছাড়াই হাসপাতালটির কার্যক্রম চালানো হচ্ছে। পরিদর্শন শেষে এবং ক্ষতিগ্রস্ত জিন্নাত আলীর (নিহতের স্বামী) বাড়িতে গিয়ে তার জবানবন্দি গ্রহণসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনস্বার্থে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানায়। তদন্ত কমিটির প্রধান কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, ‘হাজী খান রওশন আলী হাসপাতালের বিরুদ্ধে কথিত ডাক্তার দিয়ে অপারেশন করানোয় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়ে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়।

সর্বশেষ খবর