মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

বাছাই কমিটির সভাপতিসহ ছয় মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাতাভুক্ত ছয়জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির সভাপতি লাল মুক্তিবার্তার মো. সরোয়ার হোসেনের নামও রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার বিগত ১০ মার্চের প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ছয়জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ছয়জনের নামের ওপর ‘বাতিল’ সিল মেরে দেওয়া হয়েছে। সরোয়ার হোসেনের গেজেট বাতিল হওয়ায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তার সভাপতিত্বে ১২০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাইর ফলাফল। জামুকার নির্দেশে তার সভাপতিত্বে ২০২১ সালের ১২ ও ১৩ ফেব্রুয়ারি মোরেলগঞ্জের বেসামরিক, সেনা ও বিজিবি গেজেটভুক্ত ও ভাতাভুক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেই যাচাই-বাছাইয়ে তালিকায় ১২০ জনকে দেখানো হয়েছিল।

সর্বশেষ খবর