মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

১০ বছরেও মেরামত হয়নি কালারতাইড় সেতু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১০ বছরেও মেরামত হয়নি কালারতাইড় সেতু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জনগুরুত্বপূর্ণ কালারতাইড় সেতুটি ১০ বছরেও মেরামত হয়নি। এক অংশে নিজেদের তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। বন্ধ আছে সব ধরনের যানবাহন চলাচল। সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় গ্রামে বাঙালি শাখা নদীর ওপর ১৯৯৭ সালে নির্মিত হয় কালারতাইড় সেতু।  সেতুর উভয় পাশে রয়েছে পাকা রাস্তা। দক্ষিণ পাশে রয়েছে শোলারতাইড়সহ আটটি গ্রাম। এসব গ্রামের মানুষ ৯০ ভাগ কৃষি কাজে জড়িত। কৃষিপণ্য বেচাকেনা ও অন্য প্রয়োজনে এসব গ্রামের কয়েক হাজার মানুষ এই সেতু হয়ে উপজেলা সদরে যাতায়াত করতেন। ২০১২ সালে বন্যায় বাঙালি নদীর ভাঙনে ব্রিজটির দক্ষিণ অংশের সংযোগ সড়ক ভেঙে যায়। এলাকাবাসী তখন কয়েক কিলোমিটার ঘুরে কুতুবপুর হয়ে উপজেলা সদরে যাতায়াত শুরু করেন। কয়েক বছর আগে সেতুর ভাঙা অংশে বাঁশের সাঁকো তৈরি করা হয়। শোলারতাইড় গ্রামের কালারতাইড় পাড়ার কৃষক ফরিদ উদ্দিন জানান, আগে এই সেতু দিয়ে অটোরিকশা, অটোভ্যান, বাস, সিএনজিসহ সব যানবাহন চলাচল করত। সংযোগ সড়কটি ভাঙার পর যান চলাচল করতে পারছে না। ভাঙা অংশে সাঁকো তৈরি করা হলেও তা নড়বড়ে। সেতুর ভাঙা অংশ মেরামত করলে প্রায় ২ হাজার কৃষকের কষ্ট লাঘব হবে। স্থানীয় আশরাফুল ইসলাম বলেন, এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি দফায় দফায় জানিয়েছে কিন্তু কাজ হয়নি। ১০ বছরেও সেতুটি মেরামত না করায় প্রায় ৮ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন জানান, বিষয়টি প্রশাসনকে কয়েকবার জানানো হয়েছে। সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু আজও মেরামত করা হয়নি। স্থানীয় বাসিন্দা কেরামত আলী বলেন, সেতুর জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করছি। পেয়েছি শুধু আশ্বাস। কাজের কাজ কিছুই হয়নি। এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সেতুর আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আশা করছি, স্থানীয় প্রশাসন শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নিবেন। সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, আড়াই মাস আগে প্রতিনিধি দল সেতুটি পরিদর্শন করে সেখানে একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যে ডিজাইনের কাজ সম্পন্ন হয়েছে। ডিজাইন অনুমোদন হলে দরপত্র আহ্বান করা হবে।  সেতুর কাজ যেন দ্রুত হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে বলা হয়েছে।

সর্বশেষ খবর