বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

ফরম পূরণের টাকা ফেরত দাবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে টাকা ফেরতের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থী মাহফুজ ইসলাম বিজয় ও মুকুল হোসেন বলেন, ২০২১ সালে গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এরপর করোনা দুর্যোগের কারণে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের প্রায় ৫৫০ করে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক অজ্ঞাত কারণে টাকা ফেরত না দিয়ে হয়রানি করছেন। 

সর্বশেষ খবর