বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

অনিয়মের অভিযোগে পৌরসভার কার্যসহকারীকে পেটাল ব্যবসায়ীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর ট্রাক টার্মিনালের বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দের টাকা আত্মসাৎ করাসহ অনিয়মের অভিযোগে পৌরসভার কার্যসহকারী হাবিবকে পিটিয়ে আহত করেছেন ব্যবসায়ীরা। গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত সোমবার বিকালে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার ট্রাক টার্মিনালে ২৬টি মার্কেট উচ্ছেদ করে ঝিনাইদহ সড়ক বিভাগ। এই মার্কেটগুলো ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা করে ঝিনাইদহ পৌরসভা। ২০২০ সালের পহেলা আগস্ট কার্যকর হওয়া চুক্তিনামার শর্তে বলা হয়েছে অগ্রিম হিসেবে গ্রহণ করা জমানতের টাকা পৌরসভার তহবিলে জমা থাকবে। ঘর উচ্ছেদের পর বর্তমান পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম ও সচিব নুর মোহাম্মদ জানান, ঘর বরাদ্দের কোনো জমানতের অর্থ পৌরসভার তহবিলে নেই। এ সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে কার্যসহকারী হাবিবকে পিটুনি দেন। সূত্র জানায়, সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর নাম করে টাকাগুলো নিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। আরও জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মার্কেট তৈরি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কার্যসহকারী হাবিব। বিভিন্ন সময় তিনি এই বরাদ্দের টাকা আদায় করেছেন। ঝিনাইদহ নতুন হাটখোলায় জেলা প্রশাসকের মালিকানাধীন জমিতেও নতুন নতুন ঘর বরাদ্দ দিয়ে কয়েক কোটি টাকা পকেটস্থ করেছেন। পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, তিনি প্রশাসক হিসেবে যোগদান করার পর কোনো দোকানঘর বরাদ্দ দেওয়া হয়নি। তাই এ বিষয়ে তিনি জানেন না।

পৌর সচিব নুর মোহাম্মদ জানান, পৌর মার্কেট তৈরির সময় নেওয়া জমানতের টাকা পৌরসভার ফান্ডে নেই। তিনি বলেন, মার্কেট উচ্ছেদের পর একাধিক ব্যবসায়ী টাকা গ্রহনের বিষয়ে অভিযোগ করেছেন। এ নিয়ে আমাদের করণীয় কিছুই নেই। হাবিবুর রহমান হাবিব বলেন, দোকান উচ্ছেদের পর ব্যবসায়ীরা তাকে মারধর করছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। হাবিব টাকা আত্মসাতের অভিযোগ স্বীকার করে বলেন, এই টাকা দিয়ে মার্কেট তৈরি করা হয়েছিল। তাই পৌরসভার ফান্ডে জমানতের টাকা জমা নেই।

সর্বশেষ খবর