বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম গতকাল এ রায় ঘোষণা করেন। সাজা পাওয়া আসামিরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুরের শুকুর মণ্ডলের ছেলে আলমগীর ও শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস। রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন। মামলা-সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন বিকালে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় আসামিদের প্রাইভেট কার থেকে ২১৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর