শিরোনাম
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

উগ্রবাদ প্রতিরোধে ‘মুখোশ’ মঞ্চায়ন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উগ্রবাদ প্রতিরোধে বগুড়ায় সচেতনতামূলক নাটক ‘মুখোশ’ মঞ্চায়ন হয়েছে। গত মঙ্গলবার বিকালে শহরের সাতমাথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এবং বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় মুজিব মঞ্চে এ নাটক মঞ্চায়ন হয়। নাটকে দেখানো হয়েছে, কীভাবে কোন পরিস্থিতিতে ধর্মের ভুল ব্যাখ্যা গ্রহণ করে মানুষ উগ্রবাদের দিকে ধাবিত হয়। উগ্রবাদের উসকানিদাতা বা জঙ্গি রিক্রুটাররা বিভিন্ন সংগঠনের নাম ধারণ করে কীভাবে মানুষকে আকৃষ্ট করে ভুল পথে নিয়ে বিপথগামী করে। এ ছাড়া একজন উগ্রবাদে বিশ্বাসী ব্যক্তির আচরণে কি কি পরিবর্তন ঘটে এবং উগ্রবাদে জড়িত হওয়ার ক্ষেত্রে কারা ঝুঁকিতে রয়েছে তা ফুটে উঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর