বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা
পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু

দুই পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

দুই পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানা পুলিশের হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাপুর মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দায়েরকৃত মামলাটিতে আমলে নিয়ে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। এর আগে গত রবিবার দুপুরে নিহত ব্যবসায়ী নজির আহমেদ সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার এসআই সাইফুল এবং এএসআই সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও চার/পাঁচজনকে আসামি করে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন। মামলায় অপরাপর আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগের পাশাপাশি উল্লেখিত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন এ অভিযোগ আনয়ন করা হয়েছে। গত রবিবার জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখে দেন। মঙ্গলবার তিনি মামলাটি পুলিশ সুপার তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেন। উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের জুম্মান নামের এক আসামি গত ২১ এপ্রিল রাতে ব্যবসায়ী নজির আহমেদ সাপুর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করলে তাকে আটক করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি জুম্মান ও ব্যবসায়ী নজিরকে থানায় নিয়ে আসার পর রাত সাড়ে ১০টায় পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজিরের মৃত্যু হয়। এ ঘটনায় ব্যবসায়ী নজিরের লাশ হাসপাতালে রেখেই পুলিশ তড়িঘড়ি করে নিজেরাই থানার কম্পিউটারে এজাহার লিখিয়ে নজিরের বড় ভাই জাফর আহমেদকে বাদী করে একটি এফআইআর গ্রহণ করে। আদালতে দায়ের মামলায় সরাইল থানার এসআই সাইফুল এবং এএসআই সাইফুলসহ আগের মামলার ১৩ আসামিকে আসামি করা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক মন্তব্য করেন হাসপাতালে নেওয়ার আগেই নজিরের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন থানায় পুলিশ ও অপরাপর আসামিরা পরস্পর যোগসাজশে নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছে।

সর্বশেষ খবর