শিরোনাম
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দাবি

ভোলা প্রতিনিধি

দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের অফিসগুলো বোবার মতো দাঁড়িয়ে আছে। গতকাল দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার টিপু এসব কথা বলেছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মুক্তিযোদ্ধা সংসদ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। মুক্তিযোদ্ধাদের উন্নয়নে প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ২০১৭ সাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ মূলত অকার্যকর হয়ে পড়েছে।

 কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিট আজ অচল প্রায়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধাদের জন্য পাকা ভবন করে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় করার জন্য অতিদ্রুত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা-উপজেলা পর্যায়ের সব ইউনিটের নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এই নেতা। অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গতকাল দুপুরে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সড়ক ও জনপথ বিভাগের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আবদুস সবুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সেলিম জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন বাচ্চু, বোরহানউদ্দিন উপজেলার সাবেক কমান্ডার আসমত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. জুলফিকার আলী, আবদুল খালেক, আবদুস সাত্তার খান, মো. মানিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর