বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

দুর্ঘটনার শিকার অ্যাম্বুলেন্সে ৬০৯ বোতল ফেনসিডিল

কুমিল্লা প্রতিনিধি

মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল চারটার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়।

এ সময় চালকসহ অন্যরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সের ভিতর কার্টুনভর্তি ফেনসিডিল দেখতে পান। পরে তারা ৯৯৯ ফোন করলে চান্দিনা থানা ও ইলিয়গঞ্জ হাইওয়ে পুলিশ এসে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল জানান, ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর