শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে ধান

নেত্রকোনা প্রতিনিধি

শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে ধান

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি এলাকায় শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে জমিতে পানি চলে আসছে অন্যদিকে ধান ন্যুয়ে পড়েছে। তার ওপর দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফলে খেতেই অনেকের পাকা ধান নষ্ট হচ্ছে। অনেকে নিজেরাই বৃষ্টিতে ভিজে ধান কাটার চেষ্টা করছেন। শুক্কুর আলী, শাহজাহান, লাক মিয়াসহ কয়েকজন কৃষক জানান, কাঠাপ্রতি চার থেকে পাঁচ শ টাকায় আগে যে জমির ধান কাটানো যেত এখন তা আট শ থেকে হাজার টাকা দিয়ে শ্রমিক মিলছে না। এদিকে মণপ্রতি ধান বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। এক মণ ধানের দামের চেয়েও একজন শ্রমিকের মুজরি বেশি। শুক্কুর আলী আরও জানান, ভারী বৃষ্টি হলে সব ধান ঝরে পড়ে যাবে। তাছাড়া জমিতে পানি উঠে যাওয়ায় কাটতেও কষ্ট হচ্ছে। শ্রমিক সংকটের কথা স্বীকার করে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ উপজেলায় আটটি হারভেস্টার মেশিন থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুই দিন ধরে এগুলো কাজ করতে পারছে না। তিনি বলেন, দুর্গাপুরে ১ হাজার ৮০০ শ্রমিক রয়েছেন। তারা হাওড়াঞ্চলে ধান কাটতে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। তবে অর্ধেকের বেশি ধান কাটা হয়ে গেছে। আবহাওয়া ভালো হলে কয়েকদিনেই বাকি ধান কাটা সম্ভব হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, চলতি মৌসুমে সীমান্ত উপজেলা দুর্গাপুরে ১৭ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এ পর্যন্ত (১২ মে) ১০ হাজার ২১৩ হেক্টর অর্থাৎ ৫৮ ভাগ জমির ধান কাটা হয়েছে।

সর্বশেষ খবর