শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নদীভাঙন রোধে কাজ করছে সরকার : এনামুল হক শামীম

ফরিদপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারা দেশে নদীভাঙন রোধে কাজ করছে সরকার। এজন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হচ্ছে। যাতে দেশের নদ-নদী নিয়ে গবেষণার মাধ্যমে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। দেশের ২২ জেলায় ভাঙনের ঝুঁকিতে থাকা ৫৪ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় স্থায়ী প্রকল্প নেওয়ার ফলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদীভাঙন থেকে রক্ষা পাবে। গতকাল ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব  কথা বলেন।

সর্বশেষ খবর