শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে নিহত ৭

নওগাঁয় ইউএনওর গাড়ির ধাক্কায় তিনজন আহত

প্রতিদিন ডেস্ক

বগুড়া, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মাদারীপুর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া নওগাঁয় ইউএনওর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বগুড়া : শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় মারা গেছেন দুই মোটরসাইকেল আরোহী। উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগরে গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফজর আলী খাজা (৪২) ও বেলাল হোসেন (৫২)। সিরাজগঞ্জ : সদর উপজেলার শাহানগাছা এবং মহিষামুড়া বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাঈম ইসলাম ও মদন। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের ভাটিয়ারী এলাকায় গত বৃহস্পতিবার রাতে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাদারীপুর : রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানে থাকা এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির দাদাসহ দুজন। রাজৈরের টেকেরহাট বন্দরে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট : বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ গেছে পিকআপ ভ্যানচালক শরিফ রহমান সাগরের। জয়পুরহাট-বগুড়া সড়কের বাগজানা এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাগর। নওগাঁ : আত্রাই উপজেলা ইউএনও গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। রানীনগর উপজেলার ঘোষগ্রামে গতকাল এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শরিফুল নামে একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে সদর হাসপাতালে। ইউএনও ইফতেখারুল ইসলাম বলেন, তারা ভুল সাইড দিয়ে মোটরসাইকেল চালচ্ছিলেন এবং একই মোটরসাইকেলে তিনজন ছিলেন। আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাসও দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর