শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ প্রতিনিধি

পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন মাঠে পানিতে ভাসছে কৃষকের বোরো ধান। মাঠে মাঠে কেটে রাখা ধান তলিয়ে গেছে। ধারদেনা করে অনেক কৃষক বোরো আবাদ করেছিলেন। সেই ধান পানিতে ডুবে যাওয়ায় অনেকের মাথায় বাজ পড়েছে। কোনো স্থানে তলিয়ে গেছে সবজি খেতও। এরমধ্যে রয়েছে পটল, উচ্ছে, বেগুন, ঝিঙা, বরবটি, ভুট্টা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ) বিজয় কৃষ্ণ হালদার বলেন, চলতি মৌসুমে জেলার ছয় উপজেলায় বোরো চাষ হয়েছে ৮৯ হাজার ১৫০ হেক্টর জমিতে। এরমধ্যে কৃষক ৪৭ ভাগ ধান কেটে নিয়েছেন। বাকি ৫৩ ভাগের মধ্যে ২০ ভাগ ধান কেটে রাখাসহ জমিতে রয়ে গেছে। আর এ বছর জেলায় সবজি আবাদ হয়েছে ৮ হাজার ৮৬০ হেক্টর জমিতে। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে সবজি খেতের তেমন ক্ষতি হয়নি। বিষয়টি আমরা মনিটরিং করছি। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা করে ক্ষতির পরিমাণ সরকারকে জানানো হবে। সরকার থেকে প্রণোদনা পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

সর্বশেষ খবর