শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

মাগুরা প্রতিনিধি

আজ মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।  এ সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব ও  ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলন সফল করতে জেলা আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গসংগঠন ইতোমধ্যে জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ ও সভা সমাবেশসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এমনকি দীর্ঘদিন দলের কর্মকা  থেকে দূরে থাকা নেতা-কর্মীরাও অনেকটা সরব হয়ে উঠেছেন। সকাল ১০টায় স্থানীয় নোমানী ময়দানে সম্মেলন উদ্বোধন করবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃৃন্দ। প্রধান বক্তা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হোসেন। পরে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে।

নেতৃত্ব নির্বাচনের বিষয় নিয়ে নানামুখী আলোচনা চলছে নেতা-কর্মীদের মাঝে। পাশপাশি সাধারণ সম্পাদক পদে একাধিক নতুন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও মাগুরা জেলা আওয়ামী লীগের তৃর্ণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত দলের মধ্যে কোনো বিভেদ নেই। বিশেষ করে জেলা সম্মেলনকে কেন্দ্র করে মাগুরা জেলা আওয়ামী লীগ একটি  ঐক্যবন্ধ সংগঠনে পরিণত হয়েছে। 

 

 

সর্বশেষ খবর