শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

১২ বছর পর জেলা বিএনপির সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

ঝিমিয়ে পড়া দলকে বেগবান করতে ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হতে যাচ্ছে। ১২ বছর পর আজ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের অভিনন্দন জানাবেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভাইস চেয়ারম্যান, ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল-২০২২ উপলক্ষে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির এই প্রেস ব্রিফিংয়ের আয়োজনে করে। প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতা ডা. জাহিদ জানান, ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদগুলো হলো সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদ। এই ৫টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও জানান, জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা মিলে ২২টি ইউনিট রয়েছে। এর মধ্যে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় কাউন্সিল না হওয়ায় এই দুটি ইউনিট ছাড়া বাকি ২০টি ইউনিটের ১৯১৯ জন ভোটার (কাউন্সিলর) এই নির্বাচনে ভোট প্রদান করবেন। তিনি জানান, আজ সকাল ১০টায় বিএনপি অফিসের পাশে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১২টায় সম্মেলন শেষ হবে। বেলা সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। এরই মধ্যে সম্মেলন ও কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিসেস রেজিনা ইসলাম।

সর্বশেষ খবর