ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে ধামরাই সদর ইউনিয়নের গুতুল, হাজীপুর, চন্দ্রপাড়া, নওগাঁও, ডেমরান, মধুডাঙ্গা, জালসা ও বালিয়া-মাদারপুর এলাকার ৫০০ বিঘা বোরো খেত। এতে দিশাহারা হয়ে পড়েছেন তিন শতাধিক কৃষক। চিটা হয়ে যাওয়া এসব ধান জমি থেকে কেটে বাড়িও নিচ্ছে না তারা। জমিতেই ন্যুয়ে পড়ে পচে যাচ্ছে গাছ। কৃষকরা জানিয়েছেন, ভাটা মালিকরা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধান কাটবেন না। ক্ষতিপূরণ…