রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

শ্রমিক সংকট : ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীরা

সাজ্জাদ হোসেন, নড়াইল

শ্রমিক সংকট : ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে নড়াইলের বিভিন্ন মাঠে বোরো জমিতে পানি জমে গেছে। অব্যাহত বর্ষণ আর শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে হতদরিদ্র কৃষকের মানবিক সহায়তায় এগিয়ে এলেন নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা কৃষকের জমির ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। জানা যায়, সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকরাও স্বেচ্ছাশ্রমে ধান কাটছেন। এলাকার কৃষকদের প্রায় ১৫ বিঘার ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত শুক্রবার সাপ্তাহিক, শনিবার (গতকাল) সংরক্ষিত এবং রবিবার (আজ) বৌদ্ধপূর্ণিমার ছুটির সুযোগে এই মহতী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তিন দিনে অন্তত ২০ জন কৃষকের প্রায় ১৫ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, আনন্দ-উল্লাসে সকাল থেকে মাঠে ধান কাটছেন ৩ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী। শুধু ধান কাটাই নয়, তারা কৃষকের বাড়িতেও পৌঁছে দিচ্ছেন। তাদের এমন কর্মকান্ডে দারুণ খুশি কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গুয়াখোলা গ্রামের কৃষক প্রতাপ কুমার বলেন, ‘টানা বৃষ্টিতে আমার ধান খেতে পানি জমে গেছে। শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। তিন বেলা খাওয়া আর প্রতিদিন ১০০০ থেকে ১১০০ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিপদে পাশে দঁাঁড়িয়েছেন গুয়াখোলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা আমার ৬০ শতক জমির ধান কেটে বাড়িতে এনে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’ দশম শ্রেণির ছাত্র সৌমিত্র গোস্বামী বলেন, ‘হঠাৎ ঝড়-বৃষ্টি হওয়ায় ধান কাটা শ্রমিক সংকটে ফসল তোলা নিয়ে চিন্তায় ছিলেন কৃষক। মানবিক কারণে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে নিয়ে আমরা দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছি। কৃষকদের ধান যেন শ্রমিকের অভাবে মাঠে নষ্ট না হয় সে জন্য স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, প্রত্যেক কৃষকের ঘরে আমাদের শিক্ষার্থী রয়েছে। কৃষকরা যদি সময়মতো ধান ঘরে তুলতে না পারেন, তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

সর্বশেষ খবর