সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শয্য সংখ্যার চেয়ে চার গুণ রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্মীদের। চিকিৎসকরা মনে করছেন, খাদ্যাভ্যাস পরিবর্তন, বৃষ্টির সময় বিশুদ্ধ পানির অভাব ও আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করেই রোগী বেড়েছে। এ ছাড়া অন্তঃসত্ত্বা রোগী ভর্তি হওয়ার সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে চার শতাধিক ছাড়িয়ে গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওয়ার্ডে জায়গা না থাকায় মেঝে ও হাসপাতালের বারান্দায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত ৪৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। ১৪ জনের বেডের বিপরীতে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ৬০ জন। এদিকে অন্তঃসত্ত্বা রোগীর সংখ্যাও বেড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা রোগীর সংখ্যা ৫৫, বিপরীতে বেড আছে ২০টি। এ ছাড়া সার্জারি, সাধারণ ঠা া-কাশি ও জ্বরের রোগীও বেড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১০০ শয্যার সদর হাসপাতালে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, গাইনিসহ ৯টি ওয়ার্ডের ৮০টি শয্যায় চিকিৎসা দেওয়া হয়। বাকি ২০ শয্যায় করোনা উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে ৮০ শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে ২২০ রোগীকে।

সর্বশেষ খবর