সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলের রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অরুয়াইলের বাজারের জামে মসজিদ এলাকায় ২টি ও বাজারের পূর্ব দিকে ২টি খুঁটি থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে।  স্থানীয় সূত্রে জানা যায়, সর্ববৃহৎ অরুয়াইল বাজারের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় ২টি খ্ুঁটি ও বাজারের পূর্ব গলির রফিক মেডিকেল হল সংলগ্ন রাস্তায় ২টি খুঁটি থাকায় যান ও মানুষ চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও খুঁটি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে স্থানীয়রা জানান, বারবার অভিযোগ দেওয়া হলেও এই খুঁটিগুলো সরাননি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। স্থানীয় সূত্রে জানা যায়, খুঁটিগুলো বাজারের রাস্তার মধ্যে বসানোর কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন বাজারে প্রবেশ করতে পারে না। গাড়ি বাজারের ভিতর ঢোকে না বলে মালামাল কাঁধে করে আনা- নেওয়া করতে হয়। অসুস্থ  রোগীকে অনেক দূর হাঁটিয়ে গাড়িতে তুলতে হয়। তাছাড়া বৈদ্যুতিক খুঁটিগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে  মোটর সাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাব-জোনাল অফিসের ইনচার্জ আল আমিন বলেন, খুঁটিগুলো রাস্তা থেকে সরানো যাবে না। অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি আবু তালেব, খুঁটিগুলো রাস্তার মধ্যে বসানোর কারণে অনেক সমস্যা হচ্ছে।

সর্বশেষ খবর