সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে বৃষ্টিতে বিকল্প রাস্তা ভেঙে জনদুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৃষ্টিতে বিকল্প রাস্তা ভেঙে জনদুর্ভোগ

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতু কাজ শেষ না হওয়ায় নদীর গতিপথ বন্ধ করে নির্মিত বিকল্প রাস্তা পুনরায় ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়সহ চলাচলকারীরা। বৃষ্টিতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বেলান নদীর গতিপথ বন্ধ করে নির্মিত বিকল্প রাস্তাটি পুনরায় ভেঙে যাওয়ায় ভোগান্তির মুখে স্থানীয়রা। এর আগেও গত বছর কয়েকবার দায়সারাভাবে সাঁকো ও রাস্তা মেরামত করা হলেও কিছুদিন পর সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নিয়মিত চলাচলের এই বিকল্প রাস্তাটি সামান্য বৃষ্টিতেই ভেঙে যাওয়ায় পথচারী ও বিভিন্ন যানবাহন রাস্তা পার হতে এসে হয়রানি হয়ে দুই কিলোমিটার ঘুরে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। জানা যায়, সেতুটি গত ২০২১ সালের ১৪ জানুয়ারি কাজ শুরুর কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা শুরু করেন ১৬ জুন। এ সেতুটির কাজের মেয়াদ শেষ হয়েছে এ বছরের ১৪ জানুয়ারি। কিন্তু এখনো শেষ হয়নি সেতু নির্মাণ। এ ব্রিজটি এলজিইডির বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় পাকেরহাট-খানসামা সড়কে বেলান নদীর ওপর প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার গার্ডার সেতুর নির্মাণকাজ করছে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল দেখা যায়, নদীর ওপর নির্মিত বিকল্প রাস্তাটি শনিবারের বৃষ্টিতে ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির মুখে পড়ে। প্রয়োজনের তাগিদে পথচারী ও বিভিন্ন যানবাহনে যাতায়াতকারীরা ২ কিলোমিটার ঘুরে খানসামাসহ পার্শ্ববর্তী উপজেলায় যাচ্ছে। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইমরান আলী বলেন, ঠিকাদার ঠিকমতো কাজ করেনি। ধীরগতিতে কাজ চললে নির্ধারিত সময় পার হবেই। বালাডাঙ্গী গ্রামের মনছুর আলী বলেন, খানসামার মধ্যে পাকেরহাট অন্যতম গুরুত্বপূর্ণ হাট। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।

সর্বশেষ খবর