সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

নদী খননের সময় গণকবরের সন্ধান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদ খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রেখেছে সেখানে। স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, নদী খনন করার পর ওগুলো পাওয়া গেছে। বৃষ্টি হওয়ার পর ওগুলো বের হয়ে যায়। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পেয়ে হাড় ও খুলিগুলো গুছিয়ে রেখেছে। এখনো ওই অবস্থায় আছে। মুরব্বীদের বরাত দিয়ে কবির বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করত। পরে তাদের গণকবর দিতো। এটি তার একটি।এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করব।

সর্বশেষ খবর