সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

অস্ত্রসহ ৩২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছিল। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করেছে। পুলিশ জানায়, নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বদরুল গ্রুপের সঙ্গে শুকুর আলী গ্রুপের এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে শনিবার দুপুরে নিত্যানন্দনপুর ইউনিয়নের বুড়ামারা-শাহবাজপুর এলাকায় উভয় গ্রুপের সমর্থকরা ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে খলিল, পিকুল, বদরুল, মামুন, গাফফার, শুকুর আলী, তোজাম্মেলসহ ৩২ জনকে দেশীয় অস্ত্রসহ পুলিশ আটক করে। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শাহবাজপুর গ্রামে এলাকায় প্রভাব বিস্তারে বিরোধ চলা নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছিল। সেকারণে পুলিশ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর