সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোরে জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নামে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘রাতে পাখিদের জন্য আলো ম্লান করুন’। গতকাল বিকালে দিবসটি উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয় শহরের ভবানীগনজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নাটোর বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।

আবার অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোরের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, দস্তানাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আক্কাস আলী, পুঠিয়া উপজেলার সমাজসেবা অফিসার মো. জহুরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম। বক্তারা বলেন, জীববৈচিত্র্য নিয়ে কাজ করা এই বেসরকারি সংগঠন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোরের জীববৈচিত্র্যসহ পরিবেশ নিয়ে কাজ করে। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিযায়ী পাখি সংরক্ষণ ও পাখির নিরাপত্তা নিশ্চিত করতে প্রচার প্রচারণা চালিয়েছে।

সর্বশেষ খবর