সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

কালো ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক

মানিকগঞ্জ প্রতিনিধি

কালো ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক

সময় কম লাগা, ফলন বেশি, আবহাওয়া উপযোগী হওয়ায় মানিকগঞ্জে হাইব্রিড কালো ধান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক। সেই সঙ্গে ভিন্ন রং হওয়ায় লোকজনের নজর কেড়েছে এই কালো ধান। বিভিন্ন এলাকার সঙ্গে এবার পৌর এলাকার হিজুলী চকের কালো ধান নজর কেড়েছে জেলাবাসীর। এ রাস্তায় চলাচলকারীরা ব্যতিক্রম এই ধান এক নজর দেখার জন্য ভিড় করছেন।

কালো ধান রোপণকারী হিজুলীর আবদুস সাত্তার বলেন, এক হাজার টাকা দিয়ে দুই কেজি কালো জাতের বীজ এনে এবারই প্রথম রোপণ করেন। তিনি আরও বলেন, শুনেছি এই ধানের ভাত খেতে আগের দিনের আমন চালের মতো হবে এবং প্রটিন বেশি। আরও তিন বিঘা ধান রোপণ করেছেন তিনি। সেগুলোও গতানুগতিক না বিভিন্ন জাতের যেমন বাসমতি, ৯১, ২৯ ইত্যাদি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ দফতর সূত্রে জানা যায়, আগে এ ধরনের ধান চাষ হতো না। এবার জেলার বিভিন্ন এলাকায় কালো রঙের ধান চাষ হয়েছে।  সময় কম লাগার কারণে জনপ্রিয় হয়ে উঠছে কালো রঙের হাইব্রিড ধান চাষ।

সর্বশেষ খবর