সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা এলাকায় শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধের প্রতিবাদে তৃতীয় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। গতকাল সকালে শ্রমিকরা এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলের গেটে এই কর্মসূচি পালন করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, সম্প্রতি এপেক্স উইভিং কারখানার সামনে কাজ বন্ধের নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে বেতন বোনাস নিয়ে সমস্যার সৃষ্টি হয়। পরে কৌশলে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। পরে গতকাল সকালে শ্রমিকরা কাজ বন্ধের নোটিস বাতিল করে উৎপাদন চালু ও সাত কর্মদিবসের মধ্যে বকেয়া বেতনের দাবিতে মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর