মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

সাভারে কুকুরের মাংস বিক্রি, দোকানি আটক

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিরিয়ানিতে ‘কুকুরের মাংস’ দেওয়ার অভিযোগে রাজীব নামের এক দোকানিকে আটক করেছে পুলিশ। তবে লিখিতভাবে কোনো অভিযোগকারী না থাকায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক রাজীবকে  কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃত রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। জানা গেছে, গত রবিবার দুপুরে ছেলের বায়না মেটাতে মা রুপালি বেগম আল্লারদান বিরিয়ানি হাউস থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যান। বিরিয়ানি প্যাকেটটি খুলে দেখতে পান মাংসের হাড় খুব চিকন ও কালো। স্বাদও নেই। এতে তার সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় শরীফ নামের এক ব্যক্তিকে জানান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগ তুলেই দোকানে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ চলে আসে। তারা দোকানিকে থানায় নিয়ে যান।’

সর্বশেষ খবর