মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

পাঁচ নারী ছিনতাইকারী আটক

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিনতাই করতে এসে জনতার হাতে আটক হয়েছে পাঁচজন নারী ছিনতাইকারী। গতকাল সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা কেন্দ্রের সামনে ঘটে এ ঘটনা। এ বিষয়ে হামিদা বেগম নামে এক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। জানা যায়, গতকাল সকালে হামিদা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সের কভিড-১৯ এর টিকা কেন্দ্রে ডোজ নিতে লাইনে দাঁড়ালে নারী ছিনতাইকারী চক্র তাকে ঘেরাও করে এলোপাতাড়িভাবে কিল-ঘুসি ও ধাক্কা মেরে ফেলে দেয়। এ সময় হামিদা বেগমের গলায় থাকা চেইন ছিনিয়ে নেয় নারী ছিনতাইকারীরা। পরে চার নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

হামিদা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নারী ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এই পাঁচজন নারী ছিনতাইকারী ছিনতাই করতে এসে জনতার হাতে আটক হন। পরে পুলিশে খবর দিলে তারা তাদের তাৎক্ষণিক আটক করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সর্বশেষ খবর